দুর্যোগ এ যুদ্ধে, করোনার বিরুদ্ধে
সম্মুখ সৈন্য, কর্তব্যপূণ্য
সেবা, ধৈর্য্য, সহিষ্ণুতা
প্রশংসার দাবিদার।
স্যালুট, হে ডাক্তার
স্যালুট
স্যালুট, হে ডাক্তার
স্যালুট
স্যালুট, হে সৈনিক
করোনা নিরসনে, দেশের সবখানে
সংক্রমণ এড়াতে, সচেতনতা বাড়াতে
চৌকস ও দক্ষ, সাহসী বক্ষ
নির্ভেজাল ও নির্ভীক।
স্যালুট, হে সৈনিক
স্যালুট।
সংক্রমণ এড়াতে, সচেতনতা বাড়াতে
চৌকস ও দক্ষ, সাহসী বক্ষ
নির্ভেজাল ও নির্ভীক।
স্যালুট, হে সৈনিক
স্যালুট।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন