ফিচার্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফিচার্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

মাটির পুতুল - মোঃ মতিউর রহমান।


মাটির পুতুল
মোঃ মতিউর রহমান।
""""""""""""""""""""""""""""""""""""
একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
অবাক হয়ে শুনি
কত কথা বলে।
সামনে পেছনে ঘুরে
গানেতে নিত্য করে
মিন্নাত দিয়েছি নাম
তার আদর করে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
মুখের হাসিতে তার
ক্লান্তি করে চুরমার।
প্রশান্তি আনে প্রাণে
এ ঘর ভরে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
চঞ্চল প্রজাপতি
ছুটে সে ইতিউতি।
দু'হাত থামে না
তার বারন করে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
নতুন জামায় খুশি
সারাবেলা খুনশুটি।
গড়ছি কোলে পিঠে
আদর করে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
:::::::::::::::::::::::::::::::::::::::::

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

আত্মবিচার- মোঃ মতিউর রহমান।



আত্মবিচার
মোঃ মতিউর রহমান।
   ৩ ফেব্রুয়ারি ২০২০
""""""""""""""""""""""""""""""
ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
ইবলিশের ধোঁকায় পড়ে
ভোগ বিলাশের দোলায় চড়ে
ভালোমন্দ বিচার করি না।
আমল নামায় শুধুই কামাই
কাবিরা আর সাকিনা।

ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
পরপারের নাইতো পাড়ি
হেথায় কত বাড়ি, গাড়ি।
আমল নামায় শুধুই কামাই
কবিরা আর সাকিনা।

ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
গান বাজনার আসর ভরে
যাই না মানুষ খোদার ঘরে।
নিজের সাথেই করছি ছলনা।
ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::