পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ,
কিসের করোনা, কিসের ভাইরাস।
চাকরি বাঁচাবো, দুবেলা খাবো
চাকরি গেলে কোথায় পাবো,
চাকরিটাই যে আমার হাতের পাঁচ।
জীবনের চেয়ে চাকরি বড় আজ
পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ,
কিসের করোনা কিসের ভাইরাস।
কে ডেকেছে, কে যে দিল সাড়া
ঘর ছেড়েছি চিন্তা ভাবনা ছাড়া,
চাকরি যাওয়ার ভয়ে কপালে ভাঁজ।
জীবনের চেয়ে চাকরি বড় আজ
পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ
কিসের করোনা, কিসের ভাইরাস।
কলকাঠি নাড়ছে সুভঙ্কর
বকুলফুল ঝরবে ঝর ঝর্,
ভর করেছে করোনা বদ বাতাস।
জীবনের চেয়ে চাকরি বড় আজ
পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ
কিসের করোনা কিসের ভাইরাস।
""""""""""""""""""""""""""""""""""""""""
৫ এপ্রিল ২০২০
গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন