বাণী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাণী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

স্বরচিত কবিতাঃ নিদারুণ শীত


স্বরচিত কবিতাঃ নিদারুণ শীত
মোঃ মতিউর রহমান।

আহা! শীত, শীত, শীত 
কী নিদারুণ শীত! 
কারো সুখ, শখের পোশাক
গরম লেপ, কাঁথা গায়ে জড়িয়ে।
কারো কষ্ট, নষ্ট ঘুমের স্বপন
খোলা গগনের নীচে গা ছড়িয়ে। 

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত!
কারো উৎসব, পিঠা, পায়েস
আয়েশ, রসনায় স্বাদ আস্বাদন।
কারো হা-ভাত, যায় দিন রাত
অনাহারে, নগ্নদেহে শীত অবগাহন।

আহা! শীত, শীত, শীত 
কী নিদারুণ শীত! 
কুহেলী চাদরে, উষ্ণতার আদরে
কারো ভাঙ্গে না অলসতার ঘুম।
কারো চোখের পাতা, লেখে
কল্পকথা, রাতের সাথে চাঁদ নির্ঘুম। 

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত! 
বিত্তের বিলাসিতা আর ভুরিভোজ
তেলে মাথায় তেল পেয়ে সন্তোষ।
দুস্থ ও দীনহীনের বড় হাহাকার
ঘুমায় মানবতা, শীতও নির্বিকার। 

আহা! শীত, শীত, শীত 
কী নিদারুণ শীত!
হিমেল হাওয়া বয় শিরশিরিয়ে
বৃক্ষের বৃথা বুকে সব পাতা ঝরিয়ে।
হলুদ সরষে সাগর মাঠ আর মাঠ
শীত তো সবার তরে যেবা দিন রাত। 
"""""""""""""""""""""""""""""""

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

শৈশবেই শিশুর সব


নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে
সে বিশ্বাসী হতে শেখে।

অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে
সে নিজেকে ভালবাসতে শেখে। 

 

সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল নিন্দা করতে শেখে। 

শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল হানাহানি করতে শেখে। 

বিদ্রুপের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল লাজুক হতে শেখে। 

কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল অপরাধবোধ শেখে। 

ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে
সে সহিষ্ণুতা শেখে। 

উদ্দিপনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে আত্মবিশ্বাসী হতে শেখে। 

প্রসংসার মাঝে শিশু বেঁচে থাকলে
সে মূল্যায়ন করতে শেখে। 

নিরপেক্ষতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে ন্যায় পরায়ণতা শেখে। 
""""""""""""""""""""""""""""""""""
Collected by Motiur