অমানবিক
মোঃ মতিউর রহমান।
মানুষই এখন মানুষের ভয়
জনগণ সারাক্ষণ খুঁজছে সুযোগ
কেমনে দেবে ফাঁকি আইনের লোক।
ফেসবুকে হাজারো ফেস
একজোড়া কলা দিয়ে দানবীর
আত্মপ্রসাদে, খুঁজে নেয় সুখ।
একশো লোকে দেয় একবাটি খিচুড়ি
দানের গর্বে বাড়ে পেটের ভুঁড়ি।
কিছু ভিক্ষুক করছে চুরি ত্রাণের চাল।
মধ্যবিত্তদের জীবন খুবই বেসামাল।
ঔষধ কোম্পানি প্রতিনিধির
কি এমন দোষ।
লাঠিপেটা করে বুড়ো পেলো সন্তোষ।
ফটোফ্যাশন শুধু সবই মেকি
সমাজসেবাও নয় পূণ্য, নেকি।
মানুষ কবে যে হবে মানুষ
ইহকাল ভুলে হবে পরকালের হুশ।
"""""""""""""""""""
(ছবি গুলো অনলাইন হতে গৃহীত)
"""""""""""""""""""
(ছবি গুলো অনলাইন হতে গৃহীত)






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন