মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

হ্যালুসিনেশন - মোঃ মতিউর রহমান।


হ্যালুসিনেশন

-------মোঃ মতিউর রহমান ।

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

তোমার কথার কুসুম ফোটে
মন বাগিচায়।
হিয়ার উঠোনে হাটছো তুমি
আলতো পা'য়।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
ছায়ার মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।

তোমার মুক্ত হাসির হাস্যরসে
সুখের পরশ।
তোমায় ভেবে ভুবন আমার
উষ্ণ সরস।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
বায়ুর মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।

কত কথা কই হাটছি আমি
তোমার সাথে।
জীবন রাহী রেখেছো হাত
আমার হাতে।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
ছায়ার মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।

নয়ন তারা রুধির ধারা উচ্ছ্বসিত
প্রাণের বায়ু।
অনুভবি অনুভবে প্রিয় কাবেরী
সকল স্নায়ু।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
ছায়ার মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
সম্পাদনাঃ 
মোঃ মতিউর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন