বুধবার, ২১ অক্টোবর, ২০২০

মাটির বাড়ি - মোঃ মতিউর রহমান।


কবিতা

মাটিরবাড়ি
------মোঃ মতিউর রহমান।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

তোরা সুযোগ পেলে
দেখতে আসিস
আমার মাটির বাড়ি।

মোহ মায়া দুনিয়াটা
যখন যাব ছাড়ি।
বাড়ি আমার একখানা ঘর
নাই জানালা নাই কোন দোর
সেথা একাকী ঘুম পাড়ি।
তোরা সুযোগ পেলে
দেখতে আসিস
আমার মাটির বাড়ি।

কাঁচা বাঁশ আর কলা পাতায়
আমার ঘরের ছাদ।
নাইরে চন্দ্র নাইরে সৃর্য
শুধুই আঁধার রাত।
অন্ধকারে পরপারে
দেব যখন পাড়ি।
তোরা সুযোগ পেলে
দেখতে আসিস
আমার মাটির বাড়ি।

দুনিয়াদারি অনেক হল
ভবের হাট বাজার।
পাপ পৃণ্যের হিসাব নাইরে
কি হবে আমার।
আমি শুধুই আহাজারি।
তোরা সুযোগ পেলে
দেখতে আসিস
আমার মাটির বাড়ি।

আমার রক্ত আমার ভক্ত
যত বন্ধু সুধীজন।
মাফ করিও দোষ ত্রুটি
ঋণ আমার মিথ্যা পণ।
দুই পাণি জোড় করি।
তোরা সুযোগ পেলে 
দেখতে আসিস
আমার মাটির বাড়ি।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''
সম্পাদনাঃ
মোঃ মতিউর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন