নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
বসতবাড়ি নিলে কাঁড়ি
চারপুরুষের ধাম।
ভূমিহীন কতই না ঋণ
দিনমজুর আজ নাম।
অগাধ জমি ছিল আমার
করিতাম চাষবাস।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।
নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
অনেক খরচ পানের বরজ
আম, সুপারির বাগ।
মিঠা মাছের পুকুর ছিল
যা করি নাই ভাগ।
সেটাও নিলে চার ছেলেমেয়ে
মাথায় পড়ল বাঁশ।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।
নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
গোরস্থানে এই একটা কবর
শেষ স্মৃতি চিহ্ন।
এই দুনিয়ায় নাইরে কিছু
আমার ঐটুকু ভিন্ন।
দয়ামায়া কি নাইরে নদী
তাও কেড়ে নিতে চাস।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।
নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
বসতবাড়ি নিলে কাঁড়ি
চারপুরুষের ধাম।
ভূমিহীন কতই না ঋণ
দিনমজুর আজ নাম।
অগাধ জমি ছিল আমার
করিতাম চাষবাস।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।
নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
অনেক খরচ পানের বরজ
আম, সুপারির বাগ।
মিঠা মাছের পুকুর ছিল
যা করি নাই ভাগ।
সেটাও নিলে চার ছেলেমেয়ে
মাথায় পড়ল বাঁশ।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।
নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
গোরস্থানে এই একটা কবর
শেষ স্মৃতি চিহ্ন।
এই দুনিয়ায় নাইরে কিছু
আমার ঐটুকু ভিন্ন।
দয়ামায়া কি নাইরে নদী
তাও কেড়ে নিতে চাস।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।
নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
- """""""""""""

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন