শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সম্পর্কটা - মোঃ মতিউর রহমান।



সম্পর্কটা
মোঃ মতিউর রহমান।
"""""""""""""""""""""""""""""""
ফাগুন আসে, বছর মাসে
কোকিলের কুহুতানে,
ভোমরের গুঞ্জরনে
হৃদয় ভরে যায় ফুলের বাসে।

ফাগুন আসে, বছর মাসে
তোমার কথা শুধু হৃদয়ে ভাসে।
তোমার প্রেরণায় কবি আমি
কথার কুসুম ফোটে সহসাই,
শুধু সম্পর্কটা,
সম্পর্কটা আর আগের মত নাই।

গ্রীষ্ম আসে, বছর মাসে
রসালো ফলের সমাহার, 
আম কুড়ানো দিন ফিরে পাবার
ঝড়ের দিনগুলো স্মৃতিতে ভাসে।

গ্রীষ্ম আসে, বছর মাসে
তোমার কথা শুধু হৃদয়ে ভাসে।
তোমার প্রেরণায় কবি আমি
কথার কুসুম ফোটে সহসাই,
শুধু সম্পর্কটা,
সম্পর্কটা আর আগের মত নাই।

গ্রীষ্ম আসে, বছর মাসে
রসালো ফলের সমাহার, 
আম কুড়ানো দিন ফিরে পাবার
ঝড়ের দিনগুলো স্মৃতিতে ভাসে।
                                                    ,,,,,,,,,,,অসমাপ্ত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন