রবিবার, ২৪ মে, ২০২০

কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিত





১। ৬১০ খ্রিস্টাব্দে ও রমজান মাসের কদর রাত্রিতে হেরা পর্বতের গুহায় প্রথম কোরআন অবতীর্ণ হয়।
২। অবতীর্ণ হতে মোট সময় লেগেছে ২২ বছর পাঁচ মাস ১৪দিন।
৩। প্রথম নাযিলকৃত পূর্ণ সূরা হল - সূরা আল ফাতিমা।
৪। সর্বপ্রথম নাযিলকৃত কোরআনের আয়াত হল - সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
৫। কোরআনের প্রথম শব্দ হল - 'ইকরা' অর্থ - তুমি পড়ো।
৬। কোরআনের সর্বশেষ নাযিলকৃত সূরা হল -সূরা আন নসর এবং সর্বশেষ আয়াত হল সূরা বাকারার ২৮১ নং আয়াত।
৭। কোরআন নাযিল শেষ হয়, হিজরি ১১ সালের সফর মাসে।
৮। কোরআনের সর্ববৃহৎ সূরা হল - সূরা বাকারা, আয়াত সংখ্যা ২৮৬
৯। কোরআনের সবচেয়ে ছোট সূরা হল - সূরা কাওসার, আয়াত সংখ্যা ৩
১০। কোরআনের সর্বমোট সূরা ১১৪ টি। মাক্কি সূরা ৯২টি এবং মাদিনী সূরা ২২টি
১১। কোরআনে মোট রুকু আছে ৫৪০ টি।
১২। প্রসিদ্ধ অভিমত অনুসারে কোরআনের মোট আয়াত সংখ্যা ৬৬৬৬ টি কিন্তু গবেষকদের দৃষ্টিতে মোট আয়াত সংখ্যা ৬২৩৬টি।
১৩। কোরআনে আয়াতের ধরন -
আদেশসূচক আয়াত ১০০০টি
নিষেধসূচক আয়াত ১০০০ টি
সুসংবাদসূচক আয়াত ১০০০টি
ভীতিপ্রদর্শনসূচক আয়াত ১০০০টি
কাহিনীমূলক আয়াত ১০০০টি
দৃষ্টান্ত মূলক আয়াত ১০০০ টি
হালাল সংক্রান্ত আয়াত ২৫০টি
হারাম সংক্রান্ত আয়াত ২৫০ টি
দোয়া, যিকির ও তাসবিহ সংক্রান্ত আয়াত ১০০ টি
১৪। কোরআনের মোট শব্দ সংখ্যা ৮৬৪৩০টি
১৫। কোরআনের মোট অক্ষর ৩৪৭৮৩৩টি
মতান্তরে ৩৪৯৩৭০ টি
মতান্তরে ৩৫১২৫২টি
১৬। কোরআনের মোট মনজিল সাতটি এবং পারা ৩০টি
১৭। কোরআনের মোট হরকত
জের ৪৯৮১২টি
জবর ৫২২৩৪টি
পেশ ৮৮০৪টি
জজম ১৭৭১টি
নুকতা ১০৫৬৮১টি
তাশদিদ ১৪৫৩টি
ওয়াকফ্ ১০৫৬৪টি
মাদ ১১৭১টি
আলিফ মামদুদাহ ২৪০টি
১৮। কোরআনে হরফের সংখ্যা
আলিফ ৪৮৪৭৬টি
বা ১১৪৪২টি
তা ১০১৯৯টি
ছা ১২৭৬টি
জিম ৩২৭৩টি
হা ৩৯৭৩টি
খা ৩৪৪৬টি
দাল ৫৬৪২টি
জাল ৪৬৭৭টি
রা ১১৭৪৬টি
জা

অসমাপ্ত,,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন