রবিবার, ৩ মে, ২০২০

বৃষ্টির নৃত্য - মোঃ মতিউর রহমান।

সাতকাহন

নাচিতেছে বৃষ্টি, যতদূর দৃষ্টি
নাচিছে স্থলে, নাচিছে জলে
দিঘীর জলে, পাতার আঁচলে
ফুটিতেছে খই নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই। 

পাথার, পথে, নাচে জলস্রোতে
কেশকালো মেঘে, উড়িছে বেগে
বাতাসের ওড়না নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই। 

বর্ষার কন্যা, নৃত্যে অনন্যা
ঘরের টিনে, শোনো বাদ্য বিনে
বাজনা বাজিছে,  বৃষ্টি নাচিছে ঐ
তা তা থইথই তা তা থইথই।

শুকনো পাতায়, নূপুর বাজায়
লিখিতেছে গান, করিতেছে স্নান
কলমিলতা, বাঁশপাতা সই
তা তা থইথই, তা তা থইথই।
 """"""""""""""""""""""""""""""""""""""""
৩রা মে ২০২০।                    কালিয়াকৈর, গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন