বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

স্যার, আমি রিকশাচালক - মোঃ মতিউর রহমান।



স্যার,

আমি রিকশাচালক

মোঃ মতিউর রহমান।

"""""""""""""""""""""""""""""
স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক, 
একটি মেয়ে,
বউটাও থাকে চেয়ে।

স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।

চাল, ডাল, তেল নিয়ে
কখন ফিরবো বাড়ি।
উপোস আছে ঘরে
শুন্য পাতিল, হাড়ি।

স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।

তাইতো এ দুর্যোগে
তিন চাকার লগে।
দুটি টাকার সন্ধানে
ঘুরছি স্যার সবখানে।

স্যার,
আমি তো দিনমজুর
মারবেন কেন হুজুর?
সাহায্য পাই না, কেউ খুশি
তেলে মাথায় তেল পেয়ে।

স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক, 
একটি মেয়ে,
বউটাও থাকে চেয়ে।
"""""""""""""""""""""""""""""""""""
২৯ মার্চ ২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন