বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নগ্নতা - মোঃ মতিউর রহমান।


নগ্নতা

মোঃ মতিউর রহমান।

------------------------------
আধুনিক সভ্যতা, দেয়ালে নগ্নতা। 
মূল্যবোধের হয়েছে হরিলুট, 
অমৃত ভেবে পান করছে কালকূট। 
হার মেনেছে, মেনেছে হার
জাহেলি যুগের অজ্ঞতা। 
নগ্নতা।।

পোশাকে আশাকে, ঢাকে বা না ঢাকে
ফ্যাশন হল মূল কথা।
চলচ্চিত্র মাকাল ফল, কাল্পনিক শতদল
নৃত্যে চিত্তে মিটে ক্ষণিক ক্ষুধা।
নগ্নতা।।

আধুনিক সভ্যতা, দেয়ালে নগ্নতা। 
মূল্যবোধের হয়েছে হরিলুট, 
অমৃত ভেবে পান করছে কালকূট। 
হার মেনেছে, মেনেছে হার
জাহেলি যুগের অজ্ঞতা। 
নগ্নতা।।

ইলেকট্রনিক সুখ, ইউটিউব ফেসবুক
অসার ভাষার হাস্যরস কৌতুক
আইটেম সং জৌলুস যৌনতা।
উদ্যান, পার্কে, প্রেমের ডাকে
কপোত, কপোতী যায় ঝাঁকে ঝাঁকে
সামাজিক অবক্ষয়, ঘটছে সহিংসতা।
নগ্নতা।।

আধুনিক সভ্যতা, দেয়ালে নগ্নতা। 
মূল্যবোধের হয়েছে হরিলুট, 
অমৃত ভেবে পান করছে কালকূট। 
হার মেনেছে, মেনেছে হার
জাহেলি যুগের অজ্ঞতা। 
নগ্নতা।।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন