মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

আত্মবিচার- মোঃ মতিউর রহমান।



আত্মবিচার
মোঃ মতিউর রহমান।
   ৩ ফেব্রুয়ারি ২০২০
""""""""""""""""""""""""""""""
ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
ইবলিশের ধোঁকায় পড়ে
ভোগ বিলাশের দোলায় চড়ে
ভালোমন্দ বিচার করি না।
আমল নামায় শুধুই কামাই
কাবিরা আর সাকিনা।

ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
পরপারের নাইতো পাড়ি
হেথায় কত বাড়ি, গাড়ি।
আমল নামায় শুধুই কামাই
কবিরা আর সাকিনা।

ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
গান বাজনার আসর ভরে
যাই না মানুষ খোদার ঘরে।
নিজের সাথেই করছি ছলনা।
ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন