কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

স্বরচিত কবিতাঃ নিদারুণ শীত


স্বরচিত কবিতাঃ নিদারুণ শীত
মোঃ মতিউর রহমান।

আহা! শীত, শীত, শীত 
কী নিদারুণ শীত! 
কারো সুখ, শখের পোশাক
গরম লেপ, কাঁথা গায়ে জড়িয়ে।
কারো কষ্ট, নষ্ট ঘুমের স্বপন
খোলা গগনের নীচে গা ছড়িয়ে। 

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত!
কারো উৎসব, পিঠা, পায়েস
আয়েশ, রসনায় স্বাদ আস্বাদন।
কারো হা-ভাত, যায় দিন রাত
অনাহারে, নগ্নদেহে শীত অবগাহন।

আহা! শীত, শীত, শীত 
কী নিদারুণ শীত! 
কুহেলী চাদরে, উষ্ণতার আদরে
কারো ভাঙ্গে না অলসতার ঘুম।
কারো চোখের পাতা, লেখে
কল্পকথা, রাতের সাথে চাঁদ নির্ঘুম। 

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত! 
বিত্তের বিলাসিতা আর ভুরিভোজ
তেলে মাথায় তেল পেয়ে সন্তোষ।
দুস্থ ও দীনহীনের বড় হাহাকার
ঘুমায় মানবতা, শীতও নির্বিকার। 

আহা! শীত, শীত, শীত 
কী নিদারুণ শীত!
হিমেল হাওয়া বয় শিরশিরিয়ে
বৃক্ষের বৃথা বুকে সব পাতা ঝরিয়ে।
হলুদ সরষে সাগর মাঠ আর মাঠ
শীত তো সবার তরে যেবা দিন রাত। 
"""""""""""""""""""""""""""""""

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

নদীরে



কবিতাঃ নদীরে
মোঃ মতিউর রহমান।
""""""""""""""""""""""""""
নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।

বসতবাড়ি নিলে কাঁড়ি
চারপুরুষের ধাম।
ভূমিহীন কতই না ঋণ
দিনমজুর আজ নাম।
অগাধ জমি ছিল আমার
করিতাম চাষবাস।
সবকিছু কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।

নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।

অনেক খরচ পানের বরজ
আম, সুপারির বাগ।
মিঠা মাছের পুকুর ছিল
যা করি নাই ভাগ।
সেটাও নিলে চার ছেলেমেয়ে
মাথায় পড়ল বাঁশ।
সবকিছু কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।

নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।

গোরস্থানে এই একটা কবর
শেষ স্মৃতি চিহ্ন।
এই দুনিয়ায় নাইরে কিছু
আমার ঐটুকু ভিন্ন।
দয়ামায়া কি নাইরে নদী
তাও কেড়ে নিতে চাস।
সবকিছুতো কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।

নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।

""""""""""""""""""""""""""""""""""""

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

হ্যালুসিনেশন - মোঃ মতিউর রহমান।


হ্যালুসিনেশন

-------মোঃ মতিউর রহমান ।

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

তোমার কথার কুসুম ফোটে
মন বাগিচায়।
হিয়ার উঠোনে হাটছো তুমি
আলতো পা'য়।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
ছায়ার মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।

তোমার মুক্ত হাসির হাস্যরসে
সুখের পরশ।
তোমায় ভেবে ভুবন আমার
উষ্ণ সরস।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
বায়ুর মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।

কত কথা কই হাটছি আমি
তোমার সাথে।
জীবন রাহী রেখেছো হাত
আমার হাতে।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
ছায়ার মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।

নয়ন তারা রুধির ধারা উচ্ছ্বসিত
প্রাণের বায়ু।
অনুভবি অনুভবে প্রিয় কাবেরী
সকল স্নায়ু।
আমারে ঘিরিয়া রয়েছ তুমি
ছায়ার মতন।
সত্য নাকি সব মনের ভুল
হ্যালুসিনেশন।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
সম্পাদনাঃ 
মোঃ মতিউর রহমান।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

মাটির পুতুল - মোঃ মতিউর রহমান।


মাটির পুতুল
মোঃ মতিউর রহমান।
""""""""""""""""""""""""""""""""""""
একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
অবাক হয়ে শুনি
কত কথা বলে।
সামনে পেছনে ঘুরে
গানেতে নিত্য করে
মিন্নাত দিয়েছি নাম
তার আদর করে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
মুখের হাসিতে তার
ক্লান্তি করে চুরমার।
প্রশান্তি আনে প্রাণে
এ ঘর ভরে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
চঞ্চল প্রজাপতি
ছুটে সে ইতিউতি।
দু'হাত থামে না
তার বারন করে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
নতুন জামায় খুশি
সারাবেলা খুনশুটি।
গড়ছি কোলে পিঠে
আদর করে।

একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
:::::::::::::::::::::::::::::::::::::::::

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সম্পর্কটা - মোঃ মতিউর রহমান।



সম্পর্কটা
মোঃ মতিউর রহমান।
"""""""""""""""""""""""""""""""
ফাগুন আসে, বছর মাসে
কোকিলের কুহুতানে,
ভোমরের গুঞ্জরনে
হৃদয় ভরে যায় ফুলের বাসে।

ফাগুন আসে, বছর মাসে
তোমার কথা শুধু হৃদয়ে ভাসে।
তোমার প্রেরণায় কবি আমি
কথার কুসুম ফোটে সহসাই,
শুধু সম্পর্কটা,
সম্পর্কটা আর আগের মত নাই।

গ্রীষ্ম আসে, বছর মাসে
রসালো ফলের সমাহার, 
আম কুড়ানো দিন ফিরে পাবার
ঝড়ের দিনগুলো স্মৃতিতে ভাসে।

গ্রীষ্ম আসে, বছর মাসে
তোমার কথা শুধু হৃদয়ে ভাসে।
তোমার প্রেরণায় কবি আমি
কথার কুসুম ফোটে সহসাই,
শুধু সম্পর্কটা,
সম্পর্কটা আর আগের মত নাই।

গ্রীষ্ম আসে, বছর মাসে
রসালো ফলের সমাহার, 
আম কুড়ানো দিন ফিরে পাবার
ঝড়ের দিনগুলো স্মৃতিতে ভাসে।
                                                    ,,,,,,,,,,,অসমাপ্ত। 

শেষ স্মৃতি চিহ্ন - মোঃ মতিউর রহমান।


নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।

বসতবাড়ি নিলে কাঁড়ি
চারপুরুষের ধাম।
ভূমিহীন কতই না ঋণ
দিনমজুর আজ নাম।
অগাধ জমি ছিল আমার
করিতাম চাষবাস।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।

নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।

অনেক খরচ পানের বরজ
আম, সুপারির বাগ।
মিঠা মাছের পুকুর ছিল
যা করি নাই ভাগ।
সেটাও নিলে চার ছেলেমেয়ে
মাথায় পড়ল বাঁশ।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।

নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।

গোরস্থানে এই একটা কবর
শেষ স্মৃতি চিহ্ন।
এই দুনিয়ায় নাইরে কিছু
আমার ঐটুকু ভিন্ন।
দয়ামায়া কি নাইরে নদী
তাও কেড়ে নিতে চাস।
সবকিছুই কেড়ে নিলি
তুই বড় সন্ত্রাস।

নদীরে,
সারাজীবন করলি রে তুই
আমার সর্বনাশ।
যা দিয়েছিস কেড়ে নিয়েছিস
সব করেছিস গ্রাস।
  • """""""""""""

ফেসবুক - মোঃ মতিউর রহমান।


বৃদ্ধাঙ্গুল ঘুরিয়ে
এমবি ফুরিয়ে।
রাতে আর দিনে
মোবাইলের স্ক্রিনে।
অন রাখি লুক
সেটা ফেসবুক,
ফেসবুক।

লাইক, কমেন্ট
শেয়ারে।
প্রিয়জনের
কেয়ারে।
হাসি ভরা মুখ।
সেটা ফেসবুক,
ফেসবুক।

ঘটনা দুর্ঘটনা
অপপ্রচার রটনা।
গল্প, কবিতা
সংগ্রামী ছবিটা।
টাইমলাইন বুক,
সেটা ফেসবুক,
ফেসবুক।

মজলুম, দুস্হের
আহাজারি।
রোগ, শোক,
মহামারী।
আর মিথ্যে হুজুগ,
সেটা ফেসবুক,
ফেসবুক।

চ্যাটিং এসএমএসে
ডেটিং রোজ।
অনলাইন বিজনেস
ফ্যাশনের পোজ।
এই মিডিয়ার সুখ,
সেটা ফেসবুক,
ফেসবুক।

আবহাওয়া পূর্বাভাস
বন্যা, ঘূর্ণিঝড়।
নিমিষে পৃথিবী হাতে
এক বাড়ি ঘর।
মানবজাতি আরো
বিস্ময় আনুক।
আহা! ফেসবুক,
ফেসবুক। 
"""""""""""
 

রবিবার, ৩ মে, ২০২০

বৃষ্টির নৃত্য - মোঃ মতিউর রহমান।

সাতকাহন

নাচিতেছে বৃষ্টি, যতদূর দৃষ্টি
নাচিছে স্থলে, নাচিছে জলে
দিঘীর জলে, পাতার আঁচলে
ফুটিতেছে খই নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই। 

পাথার, পথে, নাচে জলস্রোতে
কেশকালো মেঘে, উড়িছে বেগে
বাতাসের ওড়না নাচিতেছে ঐ
তা তা থইথই তা তা থইথই। 

বর্ষার কন্যা, নৃত্যে অনন্যা
ঘরের টিনে, শোনো বাদ্য বিনে
বাজনা বাজিছে,  বৃষ্টি নাচিছে ঐ
তা তা থইথই তা তা থইথই।

শুকনো পাতায়, নূপুর বাজায়
লিখিতেছে গান, করিতেছে স্নান
কলমিলতা, বাঁশপাতা সই
তা তা থইথই, তা তা থইথই।
 """"""""""""""""""""""""""""""""""""""""
৩রা মে ২০২০।                    কালিয়াকৈর, গাজীপুর।

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

রমজানের সওগাত - মোঃ মতিউর রহমান।

সাতকাহন
সাতকাহন 

রমজানের সওগাত 

মোঃ মতিউর রহমান। 


আহলান সাহলান
মাহে রমজান।
কে চাও গুনাহ মাফ
পেতে পরিত্রাণ।

করো ইবাদত, নাও হে শপথ 
নিষ্পাপ হবার।
সরল সোজা পথ, জেনো নবীর উম্মত 
খোলা খোদার দুয়ার। 
আল্লাহর রহমত,যদি পেতে চাও
করো নেক আমল,
বেশি বেশি দান।


আহলান সাহলান
মাহে রমজান।
কে চাও গুনাহ মাফ
পেতে পরিত্রাণ।

করো ইবাদত, নাও হে শপথ
ওহে গুনাহগার।
সরল সোজা পথ, জেনো নবীর উম্মত 
খোলা খোদার দুয়ার।
আল্লাহর মাগফেরাত, যদি পেতে চাও
করো সেজদা, রিজিকদাতা
দিবেন অফুরান। 


আহলান সাহলান
মাহে রমজান।
কে চাও গুনাহ মাফ
পেতে পরিত্রাণ।

করো তওবা, ওহে মুমিন হবা 
জান্নাতে যাবি।
পেরুলেই পুলসিরাত, জাহান্নাম হতে নাজাত 
মুক্তি পাবি।
আল্লাহর দিদার, যদি পেতে চাও
খোদার কিতাব, রাসূলের রিসালাত
মানো মনেপ্রাণ।


আহলান সাহলান
মাহে রমজান।
কে চাও গুনাহ মাফ
পেতে পরিত্রাণ ।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
২০শে এপ্রিল, ২০২০         কালিয়াকৈর, গাজীপুর। 

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

অমানবিক - মোঃ মতিউর রহমান।

অমানবিক 

মোঃ মতিউর রহমান। 

মানুষই এখন মানু‌ষের ভয়
করোনা ছড়াচ্ছে নেই সংশয়।

জনগণ সারাক্ষণ খুঁজছে সুযোগ
কেমনে দেবে ফাঁকি আইনের লোক।
ফেসবুকে হাজারো ফেস
হাজার খানা লুক।
এক মগ চাল দশে মিলে ঢাল
লাইক কমেন্টে কামাল, কামাল।

একজোড়া কলা দিয়ে দানবীর
আত্মপ্রসাদে, খুঁজে নেয় সুখ।

একশো লোকে দেয় একবাটি খিচুড়ি
দানের গর্বে বাড়ে পেটের ভুঁড়ি।

কিছু ভিক্ষুক করছে চুরি ত্রাণের চাল।
মধ্যবিত্তদের জীবন খুবই বেসামাল।

ঔষধ কোম্পানি প্রতিনিধির
কি এমন দোষ।
লাঠিপেটা করে বুড়ো পেলো সন্তোষ।

ফটোফ্যাশন শুধু সবই মেকি
সমাজসেবাও নয় পূণ্য, নেকি।
মানুষ কবে যে হবে মানুষ
ইহকাল ভুলে হবে পরকালের হুশ।
"""""""""""""""""""
(ছবি গুলো অনলাইন হতে গৃহীত) 


বুধবার, ৮ এপ্রিল, ২০২০

স্যালুট - মোঃ মতিউর রহমান।


স্যালুট, হে ডাক্তার
দুর্যোগ এ যুদ্ধে, করোনার বিরুদ্ধে
সম্মুখ সৈন্য, কর্তব্যপূণ্য
সেবা, ধৈর্য্য, সহিষ্ণুতা
প্রশংসার দাবিদার।
স্যালুট, হে ডাক্তার
স্যালুট 


স্যালুট, হে সৈনিক
করোনা নিরসনে, দেশের সবখানে
সংক্রমণ এড়াতে, সচেতনতা বাড়াতে
চৌকস ও দক্ষ, সাহসী বক্ষ
নির্ভেজাল ও নির্ভীক।
স্যালুট, হে সৈনিক
স্যালুট। 

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

জীবনের চেয়ে চাকরি বড় আজ - মোঃ মতিউর রহমান।


জীবনের চেয়ে চাকরি বড় আজ

মোঃ মতিউর রহমান। 

জীবনের চেয়ে চাকরি বড় আজ
পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ, 
কিসের করোনা, কিসের ভাইরাস।

চাকরি বাঁচাবো, দুবেলা খাবো
চাকরি গেলে কোথায় পাবো, 
চাকরিটাই যে আমার হাতের পাঁচ।

জীবনের চেয়ে চাকরি বড় আজ
পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ,
কিসের করোনা কিসের ভাইরাস।

কে ডেকেছে, কে যে দিল সাড়া
ঘর ছেড়েছি চিন্তা ভাবনা ছাড়া,
চাকরি যাওয়ার ভয়ে কপালে ভাঁজ।

জীবনের চেয়ে চাকরি বড় আজ
পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ
কিসের করোনা, কিসের ভাইরাস।

কলকাঠি নাড়ছে সুভঙ্কর
বকুলফুল ঝরবে ঝর ঝর্, 
ভর করেছে করোনা বদ বাতাস।

জীবনের চেয়ে চাকরি বড় আজ
পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি আজ
কিসের করোনা কিসের ভাইরাস।
""""""""""""""""""""""""""""""""""""""""
৫ এপ্রিল ২০২০
গাজীপুর। 

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

করোনা - মোঃ মতিউর রহমান।


করোনা

মোঃ মতিউর রহমান।

""""""""""""""""""""""""""""""
ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

অতীব জরুরী আজ
মুখেতে দিও মাস্ক।
জীবাণুনাশক তরল
সেনিটাইজার, হেক্সিসল।
পরিষ্কার রাখো হাত
নিরাপদ দিন রাত।

ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

সর্দি কাশি হলে জ্বর
ব্যথা গলায় ঘড়ঘড়।
দেখলে এসব লক্ষণ
হটলাইনে করুন ফোন।

ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

মেনে নিন কোয়ারেন্টাইন
নয়তো গুনতে হবে ফাইন।
মেনে চলুন স্বাস্থ্যবিধি
জীবন সবার অমূল্য নিধি।

ছোঁয়াচে রোগব্যাধি
করোনা, করোনা
অবহেলা করো না।

নিজে মানলে বাঁচবে দেশ
করোনা ভাইরাস হবে শেষ।
আল্লাহ মোদের সহায় হোন
সবাই করি এই আবেদন।
""""""""""""""""""""""""""""""""""""""""

স্যার, আমি রিকশাচালক - মোঃ মতিউর রহমান।



স্যার,

আমি রিকশাচালক

মোঃ মতিউর রহমান।

"""""""""""""""""""""""""""""
স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক, 
একটি মেয়ে,
বউটাও থাকে চেয়ে।

স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।

চাল, ডাল, তেল নিয়ে
কখন ফিরবো বাড়ি।
উপোস আছে ঘরে
শুন্য পাতিল, হাড়ি।

স্যার,
অভাবের সংসার
পেটটা তো বুঝে না,
কি ভাইরাস, কে করোনা।

তাইতো এ দুর্যোগে
তিন চাকার লগে।
দুটি টাকার সন্ধানে
ঘুরছি স্যার সবখানে।

স্যার,
আমি তো দিনমজুর
মারবেন কেন হুজুর?
সাহায্য পাই না, কেউ খুশি
তেলে মাথায় তেল পেয়ে।

স্যার,
আমি রিকশাচালক
ঘরে আমার দুটি বালক, 
একটি মেয়ে,
বউটাও থাকে চেয়ে।
"""""""""""""""""""""""""""""""""""
২৯ মার্চ ২০২০

নগ্নতা - মোঃ মতিউর রহমান।


নগ্নতা

মোঃ মতিউর রহমান।

------------------------------
আধুনিক সভ্যতা, দেয়ালে নগ্নতা। 
মূল্যবোধের হয়েছে হরিলুট, 
অমৃত ভেবে পান করছে কালকূট। 
হার মেনেছে, মেনেছে হার
জাহেলি যুগের অজ্ঞতা। 
নগ্নতা।।

পোশাকে আশাকে, ঢাকে বা না ঢাকে
ফ্যাশন হল মূল কথা।
চলচ্চিত্র মাকাল ফল, কাল্পনিক শতদল
নৃত্যে চিত্তে মিটে ক্ষণিক ক্ষুধা।
নগ্নতা।।

আধুনিক সভ্যতা, দেয়ালে নগ্নতা। 
মূল্যবোধের হয়েছে হরিলুট, 
অমৃত ভেবে পান করছে কালকূট। 
হার মেনেছে, মেনেছে হার
জাহেলি যুগের অজ্ঞতা। 
নগ্নতা।।

ইলেকট্রনিক সুখ, ইউটিউব ফেসবুক
অসার ভাষার হাস্যরস কৌতুক
আইটেম সং জৌলুস যৌনতা।
উদ্যান, পার্কে, প্রেমের ডাকে
কপোত, কপোতী যায় ঝাঁকে ঝাঁকে
সামাজিক অবক্ষয়, ঘটছে সহিংসতা।
নগ্নতা।।

আধুনিক সভ্যতা, দেয়ালে নগ্নতা। 
মূল্যবোধের হয়েছে হরিলুট, 
অমৃত ভেবে পান করছে কালকূট। 
হার মেনেছে, মেনেছে হার
জাহেলি যুগের অজ্ঞতা। 
নগ্নতা।।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

আত্মবিচার- মোঃ মতিউর রহমান।



আত্মবিচার
মোঃ মতিউর রহমান।
   ৩ ফেব্রুয়ারি ২০২০
""""""""""""""""""""""""""""""
ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
ইবলিশের ধোঁকায় পড়ে
ভোগ বিলাশের দোলায় চড়ে
ভালোমন্দ বিচার করি না।
আমল নামায় শুধুই কামাই
কাবিরা আর সাকিনা।

ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
পরপারের নাইতো পাড়ি
হেথায় কত বাড়ি, গাড়ি।
আমল নামায় শুধুই কামাই
কবিরা আর সাকিনা।

ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।
গান বাজনার আসর ভরে
যাই না মানুষ খোদার ঘরে।
নিজের সাথেই করছি ছলনা।
ও গোরে কেমনে রবো
ভাবতে পারি না।
ও খোদা ও দয়াময়
ভাবতে পারি না।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::