মাটির পুতুল
মোঃ মতিউর রহমান।
""""""""""""""""""""""""""""""""""""
একটা মাটির পুতুল
মোঃ মতিউর রহমান।
""""""""""""""""""""""""""""""""""""
একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
অবাক হয়ে শুনি
কত কথা বলে।
সামনে পেছনে ঘুরে
গানেতে নিত্য করে
মিন্নাত দিয়েছি নাম
তার আদর করে।
একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
মুখের হাসিতে তার
ক্লান্তি করে চুরমার।
প্রশান্তি আনে প্রাণে
এ ঘর ভরে।
একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
চঞ্চল প্রজাপতি
ছুটে সে ইতিউতি।
দু'হাত থামে না
তার বারন করে।
একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
নতুন জামায় খুশি
সারাবেলা খুনশুটি।
গড়ছি কোলে পিঠে
আদর করে।
একটা মাটির পুতুল
আছে আমার ঘরে।
:::::::::::::::::::::::::::::::::::::::::

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন