লকডাউনে নিজেদের ইংরেজির দুর্বলতা দূর করি।
ইংরেজি চর্চা করি।
আসুন, এই লকডাউনে কিছু নিত্যপ্রয়োজনীয় ইংরেজি
খরচা ছাড়াই চর্চা করে জ্ঞানের গোডাউন ভরাট করার চেষ্টা করি।
ইংরেজির জাহাজ হতে না পারলেও
ইংরেজির বৈঠা ধরতে পারবেন।
ইনশাআল্লাহ!!
১ম পর্ব ঃ
It's my turn.......
(এবার আমার ....................পালা)
১) এবার আমার হোম কোয়ারেন্টাইনে থাকার পালা।
It's my turn to live in home quarantine.
২) এবার আমার ঘুমাতে যাবার পালা।
It's my turn to go sleep.
৩) এবার আমার ইংরেজি শেখার পালা।
It's my turn to learn English.
৪) এবার আমার গরীবদের সাহায্য করার পালা।
It's my turn to help the poor.
৫) এবার আমার সচেতন হবার পালা।
It's my turn to conscious.
উপরের সূত্রের সাহায্যে আপনারা অসংখ্য বাংলা বাক্যের সাহায্য নিয়ে
ইংরেজি চর্চা করতে থাকুন।
নিজেকে ইংরেজিতে সমৃদ্ধ করুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন