বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

কিভাবে করা হয় ঘূর্ণিঝড়ের নামকরণ?

ঘূর্ণিঝড়ের নামকরণ 

বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬৩টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ৬৪তম ঘূর্ণিঝড়ের নাম ঠিক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। যার নাম হবে আমপান। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে নামটা এসেছে। যেমনঃ উম্পুন, আমপান, আম্ফান। তবে ৬৫তম ঘূর্ণিঝড়ের নাম কি হবে?
এরই মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের জন্য ১৬৯টি নাম চূড়ান্ত করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এই অঞ্চলে বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার ১৩টি দেশ নামগুলো দিয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার দেশগুলোর নামের ক্রমানুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরী করা হয়েছে। প্রতিটি দেশ থেকে ১৩টি করে নাম নিয়ে সর্বমোট ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরী করা হয়েছে।
যা আগামী বছরগুলোতে আসন্ন ঘূর্ণিঝড়ের নামকরণে ব্যবহার করা হবে। 
নতুন ঘূর্ণিঝড়ের জন্য পাঠানো ১৬৯টি নাম হলঃ

বাংলাদেশ ঃ

নিসর্গ, বিপর্যয়, অর্ণব, উপকূল, বর্ষণ, রজনী, নিশীথ, উর্মি, মেঘলা, সমীরণ, প্রতিকূল, সরোবর, মহানিশা।

ভারত ঃ

গাতি, তেজ, মুরাসু, আগ, ভায়ুম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভানজন, ঘূর্ণি, আমবুদ, জালাদি, ভিগার।

ইরানঃ

নিভার, হামুন, আগভান, সিপান্দ, বুরান, আনাহিতা, আজআর, পোয়ান, আরশাম, হেনজামি, সাভাস, তাহামতান, তুফান। 

মালদ্বীপঃ

বুরিভি, মিদহিল, কানি, ওড়ি, কিনাউ, এন্ধেরি, রিয়াউ, গুরুভা, কুবাংগি, হোরাংগু, থানডি, ফানা। 

মিয়ানমারঃ

তুয়াতি, মিগজায়ুম, নাগামান, কাজাথি, যাবাগজি, ইউয়ুম, মউইহু, কাউই, পিংকু, জিনগাউন, লিনইওনি, কাইকান, বাউপা

ওমান ঃ

ইয়াস, রিমাল, সাইল, নাসিম, সাদিম, মুথন, দিমা, মানজর, রুকাম, ওয়াতাদ, আল জারয, রাবাব, রাদ

পাকিস্তান ঃ

গুলাব, সাহাব, আসেনা, আফসান, মানাহিল, সুজানা, পারওয়ায, জান্নাতা, সারসার, বাদবান, সাররাব, গুলনার, ওয়াসেক

কাতার ঃ

শাহিন, ডানা, লুলু, মউজ, সুহাইল, সাদাফ, রিম, রায়হান, আনবার, ওউদ, বাহার, সাফ, ফানার

সৌদি আরবঃ

জাওয়াদ, ফেনগাল, ঘাজির, আসিফ, সিদরাহ, হারিদ, ফাইদ, কাসির, নাখিল, হাবুব, বারেক, আরিম, ওয়াবিল

শ্রীলঙ্কা ঃ

আসানি, শাক্তি, জিগুম, গগনা, ভারামভা, গাজানা, নিবা, নিনাদা, ভিদুলি, ওঝা, সালিথা, রিভি, রুদ

থাইল্যান্ড ঃ

সিতারাংগ, মনথা, থিয়ানুট, বুলান, ফুতালা, আইয়ারা, সামিংগ, কারইসন, মাতচা মাহিংসা, ফারিওয়া, আসরি, থারা

আরব আমিরাত ঃ

মাদউস, সেনইয়ার, আফুর, নাহ হাম, কুফফাল, দামান, দিম, গারগুর, খুব, দিগল, আথমাদ, বুম, সাফার

ইয়েমেন ঃ

ব্রম, শুকরা, ফারতাক, দারসাহ, সামহাহ, বাকহুর, ঘাওয়েমি, হাউফ, বালহাফ, মোকহা, দিতওয়াহ, দিকসাম, সিরা

Collected from Newspaper, Composed by Satkahon,
29 April 2020

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন