শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

শৈশবেই শিশুর সব


নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে
সে বিশ্বাসী হতে শেখে।

অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে
সে নিজেকে ভালবাসতে শেখে। 

 

সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল নিন্দা করতে শেখে। 

শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল হানাহানি করতে শেখে। 

বিদ্রুপের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল লাজুক হতে শেখে। 

কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল অপরাধবোধ শেখে। 

ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে
সে সহিষ্ণুতা শেখে। 

উদ্দিপনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে আত্মবিশ্বাসী হতে শেখে। 

প্রসংসার মাঝে শিশু বেঁচে থাকলে
সে মূল্যায়ন করতে শেখে। 

নিরপেক্ষতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে ন্যায় পরায়ণতা শেখে। 
""""""""""""""""""""""""""""""""""
Collected by Motiur 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন