বৃদ্ধাঙ্গুল ঘুরিয়ে
এমবি ফুরিয়ে।
রাতে আর দিনে
মোবাইলের স্ক্রিনে।
অন রাখি লুক
সেটা ফেসবুক,
ফেসবুক।
লাইক, কমেন্ট
শেয়ারে।
প্রিয়জনের
কেয়ারে।
হাসি ভরা মুখ।
সেটা ফেসবুক,
ফেসবুক।
ঘটনা দুর্ঘটনা
অপপ্রচার রটনা।
গল্প, কবিতা
সংগ্রামী ছবিটা।
টাইমলাইন বুক,
সেটা ফেসবুক,
ফেসবুক।
মজলুম, দুস্হের
আহাজারি।
রোগ, শোক,
মহামারী।
আর মিথ্যে হুজুগ,
সেটা ফেসবুক,
ফেসবুক।
চ্যাটিং এসএমএসে
ডেটিং রোজ।
অনলাইন বিজনেস
ফ্যাশনের পোজ।
এই মিডিয়ার সুখ,
সেটা ফেসবুক,
ফেসবুক।
আবহাওয়া পূর্বাভাস
বন্যা, ঘূর্ণিঝড়।
নিমিষে পৃথিবী হাতে
এক বাড়ি ঘর।
মানবজাতি আরো
বিস্ময় আনুক।
আহা! ফেসবুক,
ফেসবুক।
এমবি ফুরিয়ে।
রাতে আর দিনে
মোবাইলের স্ক্রিনে।
অন রাখি লুক
সেটা ফেসবুক,
ফেসবুক।
লাইক, কমেন্ট
শেয়ারে।
প্রিয়জনের
কেয়ারে।
হাসি ভরা মুখ।
সেটা ফেসবুক,
ফেসবুক।
ঘটনা দুর্ঘটনা
অপপ্রচার রটনা।
গল্প, কবিতা
সংগ্রামী ছবিটা।
টাইমলাইন বুক,
সেটা ফেসবুক,
ফেসবুক।
মজলুম, দুস্হের
আহাজারি।
রোগ, শোক,
মহামারী।
আর মিথ্যে হুজুগ,
সেটা ফেসবুক,
ফেসবুক।
চ্যাটিং এসএমএসে
ডেটিং রোজ।
অনলাইন বিজনেস
ফ্যাশনের পোজ।
এই মিডিয়ার সুখ,
সেটা ফেসবুক,
ফেসবুক।
আবহাওয়া পূর্বাভাস
বন্যা, ঘূর্ণিঝড়।
নিমিষে পৃথিবী হাতে
এক বাড়ি ঘর।
মানবজাতি আরো
বিস্ময় আনুক।
আহা! ফেসবুক,
ফেসবুক।
"""""""""""

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন